স্বাগত রেডিয়ামে!
আশা করছি তোমার পরীক্ষা ভালোই চলছে, নেক্সট পরীক্ষাগুলোও যাতে আরো ভালো হয় সেই কামনা করছি।

রেডিয়াম আজ থেকে প্রায় তিনদশক পূর্বে শুরু হয়েছিল তখন থেকে আজ অব্দি শিক্ষার্থীদের কাছে 'শিক্ষা'কে সহজ, আনন্দঘন করে তাদের টার্গেটের দিকে প্রস্তুত করতে সহযোগিতা করে চলছে।তোমাদের মেধাকে শাণিত করতে এবার আয়োজন করেছে 'RADIUM SSC MERIT COMPETITION 22' ।
কয়েকটা স্টেপ ফলো করলেই অংশগ্রহণ করতে পারবে এই কম্পিটিশনে!
তার আগে পরীক্ষা কিভাবে হবে তা বলে ফেলি।

>> পরীক্ষা হবে অনলাইনে অর্থাৎ তুমি নিচের দেয়া ফরমে রেজিস্ট্রেশন করে রাখলে পরীক্ষার তারিখ,  সময় ও লিংক তোমাকে SMS এর মাধ্যমে জানানো হবে, পরীক্ষা আমরা যে ফরমে নিবো সেখানে শুধু তোমার এসএসসি রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং তোমার নাম দিয়ে NEXT বাটনে ক্লিক করলে তুমি প্রশ্ন দেখতে পারবে।এবার সর্বোচ্চ মনযোগ দিয়ে একে একে সমাধান করবে।

>> ৬০ টা প্রশ্নের জন্য ৬০ মিনিট বা ১ ঘন্টা ।

>> প্রতিটি প্রশ্ন সঠিক হলে পাবে ১ মার্ক আর ভুল হলে কাটা যাবে ০.২৫ মার্ক। তোমরা নেগেটিভ মার্কিং এর সাথে অনেকে পরিচিত নাও হতে পারো, এতে ঘাবড়ানোর কোন কারণ নেই। 

>> ১ ঘন্টার মধ্যে উত্তর করে ফরমের একদম শেষে SUBMIT বাটনে ক্লিক করে জমা দিতে তোমার উত্তরপত্রটি। যেহেতু সময়ের পর ফরম সাবমিট করলে ফরম কাজ করবে না তাই সময়ের দিকে অবশ্যি নজর রাখতে হবে।

>> এই তো শেষ!

পরীক্ষার মানবন্টন(পরীক্ষা হবে তোমার দেয়া এসএসসিতে পঠিত বই থেকে)

বিজ্ঞান পদার্থবিজ্ঞান-১৫, উচ্চতর গণিত-১৫, রসায়ন-১৫, জীববিজ্ঞান-১৫
মানবিক ও ব্যবসায় শিক্ষা বাংলা-৩০, ইংরেজী-৩০

 

তাহলে নিচের ফমর পূরণ করে রেজিস্টেশন করে ফেলো!